মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর, গ্রেফতার দেখানোর নির্দেশ

খালেদা জিয়ামানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে গ্রেফতার  দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম জসিম উদ্দিনের আদালত এ আদেশ দেন।

সোমবার জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে বিচারক জামিনের আদেশ নথি পর্যালোচনায় পরে আদেশ দেবে বলে জানান।

মামলার বাদী এ বি সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মঙ্গলবার মামলাটি বিচারক খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। একইসঙ্গে ১৪ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।’

২০ জানুয়ারি কারাগারে থাকা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনও ধর্মের মানুষ নিরাপদ নয়।’

এ ঘটনায় ২০১৪ সালের ২১ অক্টোবর এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।