বসিলায় উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা আটক

আসাদুজ্জামান তালুকদার লাবু (ছবি: সংগৃহীত)বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে একটি খাল উদ্ধার অভিযানে বাধা দেওয়ায় আসাদুজ্জামান তালুকদার লাবু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বসিলা আমিন মোমিন হাউজিং এলাকায় বিআইডাব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটে।

আসাদুজ্জামান তালুকদার লাবু মাদারীপুরের কালকিনি পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। 

‌প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান চলার সময় তালুকদার নামে এক ‍যুবক বাধা দেওয়ার চেষ্টা করে। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তালুকদার ঘটনাস্থলে বাধা দেওয়ার পাশাপাশি আরও পাঁচ-ছয়টি মোটরসাইকেলে চড়ে কয়েকজন যুবক আমিন মোমিন হাউজিংয়ের গেটে অবস্থান করছিল। সরকারি কাজে বাধা দেওয়ায় ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালুকদারকে আটক করা হয়। পরে তাকে আটক করার পর গেট থাকা যুবকরা সড়ে যায়।আসাদুজ্জামান তালুকদার লাবু (ছবি: সংগৃহীত)

‌নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার দুপুর একটার দিকে অভিযান শুরু করি। এসময় একজন যুবক এসে কাজে বাধা দেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাকে আটক করে রাখা হয়েছে। অভিযান শেষে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে।’