ডেমরায় মাদ্রাসাছাত্র হত্যা, তিনজন গ্রেফতার

মাদ্রাসাছাত্র হত্যায় জড়িত হাদী ও আকরাম

ডেমরায় মাদ্রাসাছাত্র মনির হোসেন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, অধ্যক্ষ আবদুল জলিল হাদী (৪২), দুই শিক্ষার্থী আকরাম হোসেন (২২) ও আহমদ শফী ওরফে তোহা (১৬)। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

গত ৭ এপ্রিল নূরে মদিনা মাদ্রাসার ছাত্র মনির হোসেন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। ৮ এপ্রিল সন্ধ্যায় মসজিদ থেকে তার লাশ উদ্ধার হয়। এই হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তারা হলেন, নূরে মদিনা মাদ্রাসার অধ্যক্ষ আবদুল জলিল হাদী ওরফে হাদিউজ্জামান। তাকে সহযোগিতা করে তারই দুই ছাত্র মোহাম্মদ তোহা ও আকরাম হোসেন। মনির ওই মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (৯ এপ্রিল) মনিরের বাবা সাইদুল হক ওই তিনজনকে আসামি করে ডেমরা থানায় একটি হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন:
ডেমরায় মাদ্রাসাছাত্র হত্যার নেপথ্যে অধ্যক্ষ ও দুই শিক্ষার্থী!