এফআর টাওয়ারে নকশা জালিয়াতি: রাজউকের সাবেক চেয়ারম্যানের জামিন

এফআর টাওয়ার, ফাইল ফটোবনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান কে এ এম হারুনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার সাবেক ইমারত পরিদর্শক আওরঙ্গজেব সিদ্দিকী ও সহকারী অথরাইজড অফিসার নজরুল ইসলামকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ওই ঘটনায় ২৭ জন মারা যান। নকশা জালিয়াতির মাধ্যমে ভবনের ১৬-২৩ তলা নির্মাণের অভিযোগে টাওয়ারের মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে ২৬ জুন দু’টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। 

এ মামলায় ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারের ১৯-২৩ তলা নির্মাণ, বন্ধক প্রদান ও বিক্রি করার অভিযোগে দণ্ডবিধির সাতটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

ওই মামলায় জামিন চেয়ে আসামিরা হাইকোর্টে আবেদন জানান। ১৬ জুলাই ওই আবেদনের শুনানি শেষ হয়। এরপর আদালত এ বিষয়ে আদেশ দেন।