অধ্যাপক আনু মুহাম্মদকে গুম করার হুমকিতে আইন-সালিশের উদ্বেগ



অধ্যাপক আনু মুহাম্মদ (ফাইল ছবি)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদকে সপরিবারে গুম করার হুমকিতে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়াসহ অধ্যাপক আনু মুহাম্মদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয় দিয়ে ১৬ জুলাই (২০১৯) সকাল ১০টায় অধ্যাপক আনু মুহাম্মদকে ফোন করে চাঁদা দাবি চাওয়া হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের গুম করারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় অধ্যাপক আনু মুহাম্মদ খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফোনে অধ্যাপক আনু মুহাম্মদের কাছ থেকে চাঁদা দাবি, তার ও তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়ার এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আইন ও সালিশ কেন্দ্র দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে হুমকিদাতাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানায়।

একইদিন (বুধবার) গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরগুনায় রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে সর্বোচ্চ সংবেদনশীল থেকে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। রিফাত হত্যাকাণ্ডের স্পর্শকাতরতা বিবেচনায় নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করারও আহ্বান জানায় সংগঠনটি।
আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিন্নিকে গ্রেফতারের মাধ্যমে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালীরা যেন আড়ালে চলে না যায়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে মিন্নিকে জিজ্ঞাসাবাদের সময় তার প্রতি যেন সর্বোচ্চ সংবেদনশীল আচরণ করা হয়। এছাড়া তাকে যেন কোনও ধরনের হয়রানির শিকার হতে না হয়, তাও নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।