ডিএমপি হলো বাংলাদেশ পুলিশের আয়না: আইজিপি




মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাফল্য ও অর্জন গোটা পুলিশ বাহিনীর অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘ডিএমপি হলো বাংলাদেশ পুলিশের আয়না।’ শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি-সিটিটিসি কম্পাউন্ডে সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরআগে, তিনি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) কম্পাউন্ড পরিদর্শন করে দেখেন।

আইজিপি বলেন, ‘ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দায়িত্বশীল হয়ে তারা কাজ করে যাচ্ছে। এছাড়া, ডিএমপির সিটিটিসি ইউনিটও খুব অল্প সময়ের মধ্যে দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে।’

সিটিটিসির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিবির অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম, সিটিটিসির উপ-কমিশনার এ এইচ এম আবদুর রকিব প্রমুখ। এছাড়া, গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সিটিটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।