X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৮:৩২আপডেট : ১৪ মে ২০২৫, ২১:২৯

ঢাকায় বুলডেজার দিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙা, ডাম্পিং বা জব্দের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। সমাবেশ থেকে আল কাদেরী জয়সহ আটক হওয়া তিন শ্রমিক নেতার মুক্তি ও ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএ’র অধীনে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স দেওয়ার দাবিও জানানো হবে।

বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতে একথা জানান ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

বিবৃতিতে তারা বলেন, নোটিশ বা পূর্ব সতর্কতা না দিয়ে বুলডেজার নিয়ে ব্যাটারি রিকশার ওপর হামলা ও চালকদের বারবার আকুতি সত্ত্বেও গাড়ি ফেরত না দিয়ে ডাম্পিং করা অন্যায় ও অমানবিক।

তারা বলেন, গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের প্রয়োজনে ও যুগের চাহিদা অনুযায়ী প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে বা ব্যাটারিচালিত যানবাহন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের উদাসীনতা সড়কের শৃঙ্খলাকে দুর্বল করেছে। এর দায় ব্যাটারি রিকশা চালকদের ওপর চাপিয়ে তাদের জীবিকার একমাত্র উপায় রিকশা ধ্বংসের মতো অমানবিক ও আর্থিক ক্ষতি সাধনের কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) ঢাকা মহানগরীতে যানজট ও সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন বুলডেজার দিয়ে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ভেঙে সেগুলো জব্দ করে। শতাধিক ব্যাটারিচালিক রিকশা ডাম্পিংও করা হয়।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাজশাহী কলেজ হোস্টেলের ৫০০ টাকার সিট ভাড়া ৭০০, কমানোর দাবিতে বিক্ষোভ
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ
সর্বশেষ খবর
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কর্মসূচি প্রত্যাহার
নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কর্মসূচি প্রত্যাহার
চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার ঘোষণায় বাসদের নিন্দা
চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার ঘোষণায় বাসদের নিন্দা
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ