কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আদালতে





সফিকুল আলম ফিরোজরাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে নেওয়া হয় তাকে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে তার রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী জানান, সফিকুলকে এজলাসে তোলার পর ধানমন্ডি থানার অস্ত্র আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নুর উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করবেন এবং একই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আশিকুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করবেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে হলুদ রংয়ের বিশেষ ধরনের ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ সফিকুল ইসলাম ফিরোজসহ পাঁচজনকে আটক করা হয়। এছাড়া অভিযানে ক্যাসিনো চালানোর বিভিন্ন সরঞ্জাম ও জুয়া খেলার বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন সকালে সফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়।