সম্রাটকে নিয়ে তার অফিসে র‌্যাবের অভিযান

 

কাকরাইলে সম্রাটের অফিসে র‌্যাবের অভিযানঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লায় গ্রেফতার হওয়া সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুর ১টা ৩৮ মিনিটে তার কার্যালয় যায় র‌্যাবের একটি দল। এ সময় তারা ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। 

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চলছে।

এর আগে রবিবার ভোরে  কুমিল্লার চৌদ্দগ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে সম্রাটকে তার সহযোগী ক্যাসিনো আরমানসহ গ্রেফতার করা হয়। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।কাকরাইলে সম্রাটের অফিসে র‌্যাবের অভিযান

তিনি বলেন, ‘রবিবার ভোরের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে, রবিবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাবের সদর দফতরে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনার ১/২ দিন পরই সম্রাট ঢাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। আর আত্মগোপনে থাকার জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন।’

আরও পড়ুন: 
সম্রাটের উত্থান যেভাবে

অবশেষে সম্রাট গ্রেফতার

অবশেষে সম্রাট গ্রেফতার 

সম্রাটকে ধরতে গ্রিন সিগন্যালের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী?

সম্রাট-এমপি শাওনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

শেষরাতেও লোকজন নিয়ে কাকরাইলের যুবলীগ কার্যালয়ে সম্রাট

ঢাকা দক্ষিণ যুবলীগের কমিটি ভেঙে দিতে শেখ হাসিনার নির্দেশ