শাহজালালে পিস্তল ও গুলিসহ যাত্রী আটক

অস্ত্র ও গুিলসহ আটক যাত্রীহযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ এক যাত্রীকে  আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার (৯ নভেম্বর) ভোরে টার্কিশ  এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকায়  আসা যাত্রী  হাসান আলীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জানান, ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি করে। ভোর সাড়ে ৫টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের  ফ্লাইটে আসেন হাসান আলী। তাকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার লাগেজ থেকে একটি পিস্তল ও ১০০টি গুলি পাওয়া যায়।

জব্দ করা অস্ত্র ও গুলি

তিনি জানান, পিস্তলটি ইতালির তৈরি ( BRUNI Model, 92Cal 8mm)। পিস্তল, গুলিসহ আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।