কিশোরগঞ্জ আদালতের বিচারককে হাইকোর্টে তলব


হাইকোর্টস্থগিতাদেশ থাকার পরও মামলার কার্যক্রম পরিচালনা করায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ ডিসেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান।
এর আগে গত ২৭ জুন আইনজীবী সাজ্জাদ হোসেন কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই মামলার বাদী আইনজীবী হওয়ায় তার প্রভাবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নেয় যে,সমিতির সদস্যদের কেউ বাদী হয়ে মামলা করলে সে মামলায় আসামিদের পক্ষে কোনও আইনজীবী লড়তে পারবেন না।
পরে বিষয়টি হাইকোর্টের নজরে এলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ৩১ জুলাই ব্যাখ্যা তলব করা হয়। এছাড়াও মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। অথচ স্থগিতাদেশ সত্ত্বেও মামলার কার্যক্রম চালিয়ে আসছিলেন কিশোরগঞ্জের বিচারিক ম্যাজিস্ট্রেট রফিকুল বারীকে। যার ধারাবাহিকতায় বিচারককে তলব করলেন হাইকোর্ট।