কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের হেলপারের জামিন

বাসের হেলপার বাচ্চুবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর মামলায় বাসের হেলপার বাচ্চু মিয়ার জামিন মঞ্জুর করেছন আদালত।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আসামিপক্ষের আইনজীবী বাচ্চুর জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া (উপ-পরিদর্শক) এ তথ্য জানান। 

তিনি বলেন, দুই হাজার টাকা মুচলেকার বিনিময়ে বাচ্চুকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বাংলামোটরে ফুটপাতে ট্রাস্ট ট্রান্সপোর্ট পরিবহনের একটি মিনিবাস কৃষ্ণা রায়কে চাপা দেয়। ওই ঘটনায় তিনি তার পা হারান। তার স্বামী রাধে শ্যাম চৌধুরী বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। ওই মামলায় বাস চালক, মালিক ও হেলপারকে আসামি করা হয়। চালক মোর্শেদকে আগেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:

কৃষ্ণা রায়কে চাপা দেওয়া গাড়ির হেলপার গ্রেফতার