ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসকের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় হাসপাতালটির ৩ চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে এই মামলা দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন। 

মামলার আসামিরা হলেন মেসার্স অনিক ট্রেডার্সের মালিক আব্দুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন, জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গণপতি বিশ্বাস, সাবেক জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. মিনাক্ষী চাকমা ও সাবেক প্যাথলজিস্ট ডা. এএইচএম নুরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বরে মধ্যে নিয়ম লঙ্ঘন করে উচ্চমূল্যে অবৈধভাবে অপ্রয়োজনীয় ১০টি পণ্য কেনার মাধ্যমে ১০ কোটি টাকার দুর্নীতি করেছেন। এর মধ্য দিয়ে আসামিরা দণ্ডবিধির ৪০৯/৫১১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধ করেছেন।