ভিপি নুরের ওপর হামলা: ৩ জন কারাগারে

হাসপাতালে নেওয়ার সময় ভিপি নুর (ফাইল ছবি)ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাছান শান্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।   

এর আগে শনিবার শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার তিন দিনের রিমান্ড শেষে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে এই আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শাহবাগ থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইচ উদ্দিন। ওই দিনেই তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি এএসএম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এএফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ীভাবে বহিষ্কার), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম, মাহবুব হাসান নিলয়। এছাড়া, অজ্ঞাতনামা ২০/৩০ জনের কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ঢাবির ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা নুর ও তার সহযোগীদের ওপর হামলা চালান। হামলায় নুরসহ ২০/২৪ জন আহত হন।