কল্যাণপুরে জঙ্গি হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো

কল্যানপুরে জঙ্গি আস্তানারাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো। পরবর্তী তারিখ ৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি ) মামলাটি অভিযোগ গঠন শুনানি দিন ধার্য ছিল। কিন্তু ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল নতুন দিন ধার্য করেন। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্স সহকারী রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন,আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‍্যাশ (২০), রাকিবুল হাসান রিগ্যান (২১), শরিফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), হাদিসুর রহমান সাগর (৪০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলম্যান (৩৩) আজাদুল কবিরাজ ওরফে হার্টবিটকে (২৮), সালাহ উদ্দিন কামরান (৩০),আব্দুর রউফ প্রধান ও মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর।

আসামিদের মধ্যে পলাতক রয়েছেন আজাদুল কবিরাজ, আব্দুর রউফ প্রধান ও মুফতি মাওলানা আবুল কাশেম। আর হলি আর্টিজানে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ৮ আসামি কারাগারে রয়েছেন। 

প্রসঙ্গত,  ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা পড়ে। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ। ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শাহজাহান আলম বাদী হয়ে মামলা করেন।