পিবিআই’র এই কর্মকর্তা আরও জানান, ‘গত কয়েক দিনে আসামিদের গ্রেফতারে আমাদের আলাদা তিনটি টিম কাজ করে। এরপর তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্য একজনকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে।’ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে ড. সারওয়ার আলীকে হত্যার উদ্দেশ্যে দুই দুষ্কৃতকারী তার উত্তরার বাসভবনে ঢোকে। সারওয়ার আলীকে তারা আঘাত করতে না পারলেও এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মাখদুমা নার্গিস, মেয়ে সায়মা আলী, জামাতা হুমায়ুন কবির ও দুই প্রতিবেশী। এ ঘটনায় গত ৬ জানুয়ারি সন্ধ্যায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সারওয়ার আলী।