‘৯৯৯’ কলে পরিবারের কাছে ফিরে গেল শিশুটি

জরুরি সেবা ৯৯৯

ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে জাতীয় ‘জরুরি সেবা ৯৯৯’-এ ফোনের মাধ্যমে ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কর্তব্যরত পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক তবারক উল্লাহ এই তথ্য জানান।

জাতীয় জরুরি সেবা থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নুরুল হক নামে এক ব্যক্তি ময়মনসিয়হের  ঈশ্বরগঞ্জ থেকে ৯৯৯ এ ফোন করেন। তিনি জানান, ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া এলাকায় একটি ১০/১১ বছর বয়সী ছেলে কান্নাকাটি করছে। ওই ব্যক্তি জরুরি ভিত্তিতে পুলিশি সহায়তার অনুরোধ জানান। 

৯৯৯ তাৎক্ষণিক ভাবে ওই কলারকে ঈশ্বরগঞ্জ থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এএসআই মোমেন ঘটনাস্থলে যান। তিনি সেখান থেকে শাহীন (১১) নামে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক  (এসআই) রেজাউল জাতীয় জরুরি সেবায় জানান, ছেলেটি তার মায়ের সঙ্গে ঢাকায় থাকে। তার মা পোশাক কারখানার কর্মী। সে বিমানবন্দর রেল স্টেশনে একটি ট্রেনে উঠেছিল কিন্তু আর নামতে পারেনি। শেষ পর্যন্ত সে ময়মনসিংহের ত্রিশাল স্টেশনে নামে। ছেলেটি আরও জানায়, তার নানির বাড়ি নেত্রকোণা সদর থানায়।

নেত্রকোণা সদর থানার সহায়তায় ছেলেটির নানির সাথে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ যোগাযোগ করে। এরপর শিশুটিকে তার কাছে হস্তান্তর করা হয়।