রাজীবের হাত হারানোর মামলায় আদালতে অভিযোগপত্র

রাজীব হোসেনরাজধানীর কাওরান বাজারে  দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনে হাত হারানোর মামলায় দুই বাস চালকদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। 

রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়ার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক ইদ্রিস আলী।

অভিযোগযুক্তরা হলো, বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের বাসের চালক খোরশেদ (৫০)। দুই আসামি  কারাগারে রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) নিজাম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে ছিলেন রাজীব। তার ডান হাতটি বাসের গেটের বাইরে বেরিয়ে ছিল। এসময় স্বজন পরিবহনের একটি বাস ওভারটেকের চেষ্টা করে। দুই বাসের রেষারেষিতে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।