ঢাবি ক্যাম্পাস থেকে মানবভ্রুণ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে একটি মানবভ্রুণ উদ্ধার করেছে পুলিশ ও প্রক্টরিয়াল টিম। সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন্নাহার হলের মধ্যবর্তী যাত্রী ছাউনি থেকে ভ্রুণটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী।

তিনি জানান, দুপুর ২টার দিকে ওই এলাকায় একটি মানবভ্রুণ রয়েছে এমন খবর পেলে প্রক্টরিয়াল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে শাহবাগ থানায় জানালে কয়েকজন পুলিশ এসে ভ্রুণটি উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, কে বা কারা ভ্রুণটি ফেলে গেছে তা জানা যায়নি। ভ্রুণটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।