রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০টি ইউনিট (ভিডিও)

রূপনগর বস্তিতে আগুন

মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। এখন পর্যন্ত ২০টি ইউনিট সেখানে কাজ করছে। ফায়ার ফাইটারদের সঙ্গে সাধারণ মানুষও আগুন নেভাতে কাজ করছেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বস্তিতে আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এতে বস্তির প্রায় কয়েকশ’ ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বস্তিবাসী নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। অনেককেই আসবাবপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়।

এরআগে, গত বছরের ১৬ আগস্ট রূপনগর থানার পেছনের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক হাজারের বেশি ঘর পুড়ে যায়। সে সময় অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়।

ছবি: সাজ্জাদ হোসেন