সশস্ত্র বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ

আইএসপিআরসশস্ত্র বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

আইএসপিআর জানায়, ‘করোনাভাইরাস বিস্তার রোধে দেশের সকল জেলায় মোতায়েনকরা সেনা, নৌ ও বিমানবাহিনী সম্পর্কে কোনও ধরনের অসত্য, বিভ্রান্তিকর ও অনুমান নির্ভর সংবাদ ও ছবি প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এছাড়াও সশস্ত্র বাহিনী সর্ম্পকে সংবাদ পরিবেশনের পূর্বে (আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর) আইএসপিআরের কাছ থেকে যাচাই করে নেওয়ার জন্যও অনুরোধ করা হয়।