আড্ডা প্রতিরোধে রাজধানীর ২৩ দোকানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতকরোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা ও আড্ডা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদাল ২৩টি দোকানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার (১৯ মে) রাতে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'ভ্রাম্যমাণ আদালত রমনা বিভাগের একটি দোকানকে ১০ হাজার টাকা, মতিঝিল বিভাগের আটটি দোকানকে ১০ হাজার টাকা, লালবাগ বিভাগের চারটি দোকানে ৩৩ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগের চারটি দোকানে এক হাজার ৯০০ টাকা এবং গুলশান বিভাগের ছয়টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করে।

মফিজুর রহমান পলাশ আরও জানান, ২৩টি মামলায় ২৩টি দোকানকে মোট এক লাখ ২৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, 'অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম করোনা উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।'