লিবিয়ায় ২৬ জন নিহতের ঘটনায় এক মানবপাচারকারী গ্রেফতার

 

মানবপাচারলিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম কামাল হোসেন ওরফে হাজী কামাল (৫৫)।

সোমবার (১ জুন) ভোরে গুলশানের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় মানবপাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ হয়েছে। দুপুর দেড়টার দিকে টিকাটুলীতে র‍্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হয়েছেন।