করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু

নিরোধ চন্দ্র মণ্ডলকরোনায় আক্রান্ত হয়ে নিরোধ চন্দ্র মণ্ডল (৫২) নামের পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পজিটিভ হওয়ায় নিরোধ চন্দ্র মণ্ডল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। সোমবার (১ জুন) দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৬ জন পুলিশ সদস্য মারা গেছেন।