শিল্পীর আইডি হ্যাকের অভিযোগে হ্যাকার রিমান্ডে

রিমান্ডসংগীত শিল্পী সিনা হাসানের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগে এক হ্যাকারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার মো. মামুন অর রশিদ ইভানকে একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি ইভানের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) র‌্যাব ইভানকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গত বছরের ১৫ আগস্ট সংগীতশিল্পী সিনা হাসানের আইডি হ্যাক করে ইভান। এই বিষয়ে গত ২০ মে একটি অভিযোগ দেন ভুক্তভোগী। এরই ধারাবাহিকতায় রাজধানীর শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স হাসপাতালের সামনে থেকে র‌্যাবের একটি গোয়েন্দা দল ইভানকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে হ্যাক হওয়া আইডি লগইন অবস্থায় পাওয়া যায়।