ভার্চুয়াল কোর্ট: পাঁচ কার্যদিবসে জামিন সাড়ে ৬ হাজার আসামির

ভার্চুয়াল কোর্ট, ছবি সংগৃহীত


সারাদেশের ভার্চুয়াল কোর্টের মাধ্যমে ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ৫ কার্যদিবসে ৬ হাজার ৫৪২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। ১৪ হাজার ৩৪০ আবেদনের শুনানি নিয়ে তাদের জামিন দেওয়া হয়।

শনিবার (৬ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

১০ মে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সে নির্দেশ অনুসারে ১২ মে সারাদেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জন, ১৩ মে একহাজার ১৮৩ টি আবেদনের শুনানি নিয়ে একহাজার ১৩ জনকে, ১৪ মে একহাজার ৮২১, ১৭ মে ৩ হাজার ৪৪৭ জনকে, ১৮ মে ৩ হাজার ৬৩৩ জন, ১৯ মে ৪ হাজার ৪২ জন, ২০ মে ৪ হাজার ৪৮৪ জন, ২৭ মে ৮৭৬ জন এবং ২৮ মে একহাজার ৪৭৭ জনসহ ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের শুনানি  নিয়ে ২০ হাজার ৯৩৮ জনের জামিন মঞ্জুর করা হয়।