ভাড়া না পেয়ে আসবাব ফেলে দেওয়ায় ছাত্রাবাসের মালিক রিমান্ডে

রিমান্ডরাজধানীর রাজাবাজার এলাকায় ৫০ জন শিক্ষার্থীর তিন মাসের ভাড়া না দেওয়ায় তাদের সার্টিফিকেট ও মালামাল ফেলে দেওয়ার ঘটনায় ছাত্রাবাসের মালিককে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আলিফ নামের ওই ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এদিন কলাবাগান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ২ জুলাই পুলিশ খোরশেদকে গ্রেফতার করে।

সূত্র জানায়, রাজধানীর গ্রিন রোডের বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির ৫০ শিক্ষার্থী রাজাবাজারে আলিফ নামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন। করোনা পরিস্থিতিতে গত মার্চে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে সব শিক্ষার্থী তাদের কক্ষে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। কিছুদিন আগে জানতে পারেন, ছাত্রাবাস মালিক তাদের ঘর ভেঙে আসবাবপত্রসহ মালামাল সরিয়ে ফেলেন। ওই ঘটনায় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সোহান বাদী হয়ে কলাবাগান থানায় ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে।