খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ

রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। তারা হলো নান্নু ও মোশাররফ। রবিবার (৫ জুলাই) রাত আড়াইটার দিকে খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোডে বিআরটিসি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি। 

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক এসআই মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত এলাকায় অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। এসময় তিন-চার জন সন্ত্রাসী পালিয়ে যায়। গুলি বিনিময়ের পর দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। অজ্ঞাতনামা ওই দুইজনের বয়স আনুমানিক ৪৫-৫৫ এর মধ্যে। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।