বিচারিক ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতির নেতৃত্বে ভার্চুয়াল আদালত বসলো

ভার্চুয়াল কোর্ট
দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে বসলো প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

সোমবার (১৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মামলার ভার্চুয়ালি শুনানি শুরু হয়। এসময় আপিল বিভাগের অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে ভার্চুয়ালভাবে যুক্ত হন। এর আগে রবিবার (১২ জুলাই) আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ বসার বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা একটি বিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মার্চের পর থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।