বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দুই ইঞ্জিনচালক রিমান্ডে

বুড়িগঙ্গায় লঞ্চডুবি (ফাইল ছবি: নাসিরুল ইসলাম)বুড়িগঙ্গায় ‘মর্নিং বার্ড’ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের দুই ইঞ্জিনচালকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাইরুজ তাসনীম রিমান্ডের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড পাওয়া আসামিরা হলো, শিপন হাওলাদার ও শাকিল।

পাবলিক প্রসিকিউটর বলেন, ‘এই দিন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।’

এর আগে বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটে ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। এই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।