বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের সহকারী মাস্টার ও গ্রিজার কারাগারে

আদালতবুড়িগঙ্গায় ‘মর্নিং বার্ড’ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের সহকারী মাস্টার জাকির হোসেন ও গ্রিজার হৃদয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৬ জুলাই) শুনানি শেষে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আসামি জাকির হোসেনের তিন দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ আদালতে উপস্থিত করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একই সঙ্গে গ্রিজার হৃদয়কে গ্রেফতার দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) জাকির হোসেনের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৯ জুন ঢাকা-চাঁদপুর রুটের ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। ওই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।