আপিল বিভাগের দুই বিচারপতির শপথ বিকালে

সুপ্রিম কোর্টবাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া দুই বিচারপতির শপথবাক্য পাঠ আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। তারা হলেন, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। বিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এর আগে গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত এই দু’জন বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত দু’জন বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ করেছেন।

শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।