রূপপুর বালিশকাণ্ড: ঠিকাদারের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

বালিশকাণ্ড



পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা সংক্রান্ত দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।


তিনি বলেন, এর আগে ২৭ আগস্ট পাবনার আদালত শাহাদাত হোসেনকে জামিন দেন। পরে ওই জামিনাদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন (রিভিশন) জানানো হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় ঠিকাদার শাহাদাতসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।