মানবাধিকার কমিশনের তথ্য ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৬

গ্রেফতারজাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইটের তথ্য ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়। আসামিরা জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েব সাইটের তথ্য নিজেদের ওয়েবসাইটে যুক্ত করে এই প্রতারণা করে বলে জানিয়েছেন কমিশনের উপপরিচালক এম. রবিউল ইসলাম।

তিনি বলেন, ‘আসামিরা জাতীয় মানবাধিকার কাউন্সিল নাম দিয়ে হুবহু জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েব সাইটের প্রায় সব তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। এবং ১৪৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেই ওয়েবসাইটে প্রকাশ করে। সাধারণ মানুষ এতে প্রতারিত হয়।’

গত ৯ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ফরিদ উদ্দিন ফরিদসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় ১৫ সেপ্টেম্বর ফরিদসহ কাউন্সিলের ছয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কাজী শরিফুল ইসলাম।