প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা বিচারের জন্য প্রস্তুত

নাইমুল আবরার রাহাত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত।

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার মামলার সব আসামি আদালতে হাজির ছিলেন। তাছাড়া সবাই জামিনে আছেন বিধায় আইনানুযায়ী মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বিচারক তা বদলির জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে নথি পাঠানোর নির্দেশ দেন। 

মামলার আসামিরা হলেন মতিউর রহমান, আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহ পরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

গত ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাইমুল আবরারের বাবা মুজিবুর রহমান। 

গত বছর ১ নভেম্বর বিকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার।