উগ্রবাদী বইসহ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আনসারুল্লাহ বাংলা টিমপাবনা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে উগ্রবাদী বইসহ গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. আতিক হোসেন ওরফে রতন বীর মুজাহিদ (২৪)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এটিইউ’র মিডিয়া ও অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় পাবনা থেকে আতিক হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল সেট ও ছয়টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।’

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি মো. আতিক হোসেন গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণা চালাচ্ছিল। এছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য অনলাইন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে।