পল্টনে পুলিশ হেফাজতে মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত দাবি

আইন ও সালিশ কেন্দ্ররাজধানীর পল্টন থানা পুলিশের হেফাজতে মাসুদ রানা নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের হেফাজতে মাসুদ রানার মৃত্যুর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ জানাচ্ছে। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানাচ্ছে।

আসক জানায়, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যখন কোনও ব্যক্তি আটক বা গ্রেফতার হয় তখন তিনি রাষ্ট্রের হেফাজতে চলে যায়। আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তির সকল ধরনের নিরাপত্তার দায় রাষ্ট্রের ওপর বর্তায়। প্রায়ই দেখা যায়, আটক ব্যক্তিদের অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের শিকার হন। এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটছে, যা অনাকাঙ্খিত এবং অপ্রত্যাশিত। গতানুগতিক তদন্তের নামে নির্যাতন বা মৃত্যুর কারণগুলো অপ্রকাশিত থেকে যাচ্ছে।

আসক মনে করে এই নির্যাতন ও মৃত্যুর কারণ নির্ণয় করা জরুরি। এ ধরনের মৃত্যুর ঘটনায় অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। যাতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত অসাদচরণ, বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহারের মতো কোনও বিষয় সম্পৃক্ত থাকলে, তা বেরিয়ে আসে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর স্টেডিয়াম এলাকার পাশ থেকে মাসুদ রানা ও তার বন্ধু মমিনকে (৩৬) গ্রেফতার করে পল্টন থানার পুলিশ। পরে অসুস্থ মাসুদ রানাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।