X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে শরবত খাওয়াচ্ছে ছাত্রলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৮

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রোদের তীব্রতা এতটাই প্রখর যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই পুরো শরীর পুড়ে যাওয়ার অবস্থা। অসহীয় এই তাপপ্রবাহ থেকে কলেজে আসা শিক্ষার্থী, পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে স্যালাইন পানি ও শরবত বিতরণ করছে রাজধানীর কবি নজরুল কলেজ ছাত্রলীগ।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে কবি নজরুল কলেজের মূল ফটকে দুই শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে স্যালাইন ও শরবত বিতরণ করেছে কবি নজরুল কলেজ ছাত্রলীগ শাখা।

কবি নজরুল কলেজের মূল ফটকে দাঁড়িয়ে শরবত খাচ্ছিলেন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাদের মধ্যে একজন জহির উদ্দিন। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পল্টন থেকে যাত্রী নিয়ে এসেছি কবি নজরুল কলেজের সামনে। এত গরম পড়ছে যে, ঘামে পুরো শরীর ভিজে গেছে। মাথার ভেতরে যেন রোদ ঢুকে গেছে। মনে হচ্ছে, এখনই ঘুরে পড়ে যাবো। এখানে এসে দুই গ্লাস শরবত খেলাম। খাওয়ার পর মনে হলো— এই বুঝি জান ফিরে আসছে।’

কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের শরবত বিতরণ

কাইয়ুম নামের একজন পথচারী বলেন, ‘আমি বাংলাবাজারে একটা কাজে এসেছি। যানজটের কারণে বংশাল থানার সামনে থেকে কবি নজরুল কলেজের গেট পর্যন্ত হেঁটে এসেছি। রোদের তীব্রতা এতটাই বেশি যে, এইটুকুতেই হাঁপিয়ে গেছি। তাই ভাবলাম বাহাদুর শাহ পার্কে একটু ছায়ায় বসি। এর মধ্যে দেখলাম, বেশ কয়েকজন মিলে সবাইকে বিনা মূল্যে শরবত খাওয়াচ্ছেন। আমিও খেয়েছি। এখন তৃষ্ণা মিটেছে।’ পথচারীদের বিনামূল্যে এই শরবত খাওয়ানোর উদ্যোগ যারা নিয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি।

তামিম নামে কবি নজরুল কলেজের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, ‘সকালে ক্যাম্পাসে আসার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৪ গ্লাস শরবত খেয়েছি। গরমে মনে হচ্ছে, গলা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশে যখন বের হলাম— ভাবলাম আরেক গ্লাস খাবো। কিন্তু এর মধ্যেই দেখি, ক্যাম্পাসের মূল ফটকের সামনে ছাত্রলীগের ভাইয়েরা ফ্রিতে শরবত খাওয়াচ্ছে। ওখানে গিয়ে দুই গ্লাস খেয়েছি। ছাত্রলীগের এই উদ্বেগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’

তীব্র গরমে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে ছাত্রলীগের এমন উদ্যোগ সম্পর্কে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বলেন, ‘আমরা ন্যূনতম দুই-তিনশো মানুষকে বিনামূল্যে শরবত দিয়েছি। প্রথমে আমরা এটা বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি। কিন্তু পরে সবার আগ্রহ দেখে ভালো লেগেছে। যতদিন তীব্র গরম থাকবে কবি নজরুল কলেজ ছাত্রলীগ এই কার্যক্রম চালিয়ে যাবে।’

তীব্র গরমে শরবত পান করে তেষ্টা মেটাচ্ছেন এক পথচারী নারী কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, ‘ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীর স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। এটিও তার ব্যতিক্রম নয়। এখন গরমের তীব্রতায় সবার নাজেহাল অবস্থা। তাই কলেজে আসা শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে তীব্র গরমে একটু স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ প্রথমবার, কিন্তু শেষবার নয়। যতদিন গরমের তীব্রতা অব্যহত থাকবে, আমরা শিক্ষার্থী ও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবো।’

উল্লেখ্য, এর আগে কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছ রোপণ করেছে কবি নজরুল কলেজ ছাত্রলীগ।

/এপিএইচ/
সম্পর্কিত
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বশেষ খবর
সীমান্তে হত্যাকাণ্ড: কর্মসূচির চিন্তা করছে বিএনপি
সীমান্তে হত্যাকাণ্ড: কর্মসূচির চিন্তা করছে বিএনপি
ভারতে ধূলিঝড়ে বিলবোর্ড ধসে নিহত ৩, আহত ৫৯
ভারতে ধূলিঝড়ে বিলবোর্ড ধসে নিহত ৩, আহত ৫৯
আ স ম রবের বাসায় মির্জা ফখরুল
আ স ম রবের বাসায় মির্জা ফখরুল
এমভি আবদুল্লাহর নাবিকরা সদরঘাটে নয়, উঠবেন বন্দরের এনসিটিতে
এমভি আবদুল্লাহর নাবিকরা সদরঘাটে নয়, উঠবেন বন্দরের এনসিটিতে
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
যেভাবে বরণ করা হবে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল