চাঁদাবাজির প্রতিবাদে ভিক্টর পরিবহন বন্ধ

ভিক্টর পরিবহন

চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর সদরঘাট টু কামারপাড়া রুটের চলাচলকারী ভিক্টর পরিবহনের ১৩০টি বাস বন্ধ করে দিয়েছে মালিকরা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি তাদের পরিবহন বন্ধ করে দেন। সমিতির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিবহন থেকে বহিষ্কৃত নেতা মোয়াজ্জেম, মানিক, ফয়সাল ও মিজান স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকদের নিয়ে পরিবহন প্রতি দৈনিক ২০০-৩০০ টাকা করে চাঁদা দাবি করে আসছে। তারা জোর করে বিভিন্ন পরিবহন থেকেও চাঁদা আদায় করতো। বিশেষ করে সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক এলাকায় গেলেই তারা চাঁদা দাবি করতো। তার প্রতিবাদে আজ মালিক ও শ্রমিকরা মিলে পরিবহনটি বন্ধ রেখে।

এ বিষয়ে জানতে মানিককে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।