সাংবাদিক প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বিচারের দাবিতে গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়ায় পারুলনির্যাতন ও যৌতুক দাবি করার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় সাংবাদিক রেজাউল করিম প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সংশ্লিষ্ট আদালত সূত্র থেকে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সুব্রত দেবনাথ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর আসামিরা হলো, প্লাবনের বড় ভাই এম এ আজিজ, ছোট ভাই এস এম নিজাম, বাবা সামছুল হক ও মা রিজিয়া খাতুন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে বিয়ে হয় পারুলের। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। এছাড়া একাধিক নারীর সঙ্গে প্লাবনের সম্পর্ক থাকার কথা জানতে পারেন পারুল। এসব বিষয়ে প্রতিবাদ এবং যৌতুক না দেওয়ায় পারুলকে নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

প্রসঙ্গত, ওই ঘটনায় গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদকি সাজিদা ইসলাম পারুল।