ই-কমার্স কোম্পানি ‘ধামাকা শপিং’য়ের চেয়ারম্যান ডা. মুজতবা আলীকে (এম আলী) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের ভাটারা থানার নন জিআরও বিভাগের উপ-পরিদর্শক মো. মোস্তফা হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসামি মুজতবা আলীকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোসহ কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়, ধামাকা শপিং ই-কমার্সের মাধ্যমে প্রতারিত ভুক্তভোগীরা গত শনিবার রাত সোয়া ৮টার দিকে কোম্পানিটির চেয়ারম্যান এম আলীকে আটক করে থানায় সোপর্দ করে। অনুসন্ধান ও অপরাধ ডেটার তথ্য সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার চেক জালিয়াতির মামলায় ছয় মাসের সাজার তথ্য পাওয়া যায়।
আবেদনে আরও বলা হয়,তাকে আটকের পর সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে থানা এলাকায় চরম উত্তেজনা বিরাজমান। এমতাবস্থায় তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
জানা গেছে, বিভিন্ন ধরনের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েক শত কোটি পাওনা টাকা আটকে রাখার অভিযোগ আছে ‘ধামাকা শপিং’য়ের বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে টাকা নিলেও তা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে পরিশোধ করেনি ধামাকা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোজতবাসহ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেন গ্রাহকেরা।