উত্তরায় বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

উত্তরারাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাসা থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমাসদৃশ বস্তু পেয়েছে পুলিশ। সেগুলো নিশ্চিত হতে ও নিষ্ক্রিয়করণে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালের দিকে অবিস্ফোরিত ওই বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। প্রথমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে বোমাসদৃশ বস্তু মনে হলে ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কাজ করছেন।

এদিকে জানা যায়, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে আবার অভিযান চালিয়ে ওই বাসায় মজুত থাকা অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অবিস্ফোরিত বোমাগুলো উপনির্বাচনের ভোটগ্রহণের দিন বিস্ফোরণ করার কথা ছিল। যা পরবর্তী সময়ে সম্ভব হয়নি।