এমপি পাপুলের স্ত্রীসহ তিন জনের আগাম জামিন চেয়ে আবেদন

সংসদস সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলামদুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলামসহ তিন জন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন  জানিয়েছেন। জামিন আবেদনকারী অন্য দুজন হলেন পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধান।

শনিবার (২৮ নভেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে ১১ নভেম্বর দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষতি আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হন সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল। বর্তমানে তিনি কুয়েতের একটি কারাগারে আছেন।

এরপর ২৬ ফেব্রুয়ারি পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।