রিমান্ড শেষে কারাগারে ৩ চোরাকারবারি

জেল হাজত

রাজধানীর বনানী থেকে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি চক্রের গ্রেফতার তিন জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মুকুল হোসেন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলো- আলাউদ্দিন (৩৫), দ্বীন ইসলাম ও মনা (১৮)।

২৩ ডিসেম্বর রাতে বনানীর আমতলী এলাকার জল খাবার রেস্তোরাঁয় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এসময় ওই রেস্তোরাঁ থেকে কষ্টি পাথরের একটি মূর্তি পাওয়া যায়।

র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানিয়েছে, তারা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে ওই মূর্তি বিদেশে পাচারের জন্য নিজেদের কাছে রেখেছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।