কলাবাগানে কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সহপাঠীদের দেয়াল লিখন

 

রাজধানীর কলাবাগানে ও-লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধানমন্ডির বিভিন্ন এলাকায় প্রতিবাদী দেয়াল লিখন করেছে তার সহপাঠী ও শিক্ষার্থীরা। রবিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত থেকে বিভিন্ন দেয়ালে 'প্রতিবাদী দেয়াল লিখন' শুরু হয়।

উপস্থিত তৌসিফ ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, মাস্টারমাইন্ড স্কুলের দেয়াল লিখন দিয়ে প্রতিবাদী লেখা শুরু হয়েছে। সারারাত লেখা চলবে। প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী প্রতিবাদী দেয়াল লিখনে অংশ নিয়েছে। দেয়ালের স্লোগানগুলোর মধ্যে রয়েছে: '..... হত্যার বিচার চাই, ধর্ষকদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও'।

এসময় তারা স্লোগান দেয়: 'ক্ষমতা না জনতা, জনতা জনতা; আপোষ না সংগ্রাম; সংগ্রাম সংগ্রাম, গোলটেবিল না রাজপথ, রাজপথ রাজপথ। জ্বালো জ্বালো আগুন জ্বালো, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, আমাদের সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে, প্রীতিলতাদের সংগ্রাম চলছে চলবে।

এর আগে গতকাল শনিবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর পান্থপথ মোড়ে এক মানববন্ধনে ডিএনএ টেস্ট রিপোর্ট দ্রুত না পেলে দেশব্যাপী বিক্ষোভ করার হুঁশিয়ারি দেন তারা।