ঢাকা সিটিতে প্রাইভেট সিএনজি বাণিজ্যিকভাবে চলতে পারবে না

ঢাকা মহানগর এলাকায় প্রাইভেট সিএনজি বাণিজ্যিকভাবে চলতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে সড়ক ও জনপথ সচিবের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ হাসান চৌধুরী পরাগ।

এর আগে প্রাইভেট সিএনজি চালক ওনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্যিকভাবে ঢাকা মহানগরে সিএনজি চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে। সে রিটের শুনানি নিয়ে ২০১৬ সালে আদালত রুল জারি করেছিলেন।
এরপর দীর্ঘদিন পর শুনানি শেষে রুলটি খারিজ করে রায় ঘোষণা করলেন হাইকোর্ট। এ রায়ের ফলে এখন থেকে ঢাকা মহানগর এলাকায় বাণিজ্যিকভাবে প্রাইভেট সিএনজি চলতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।