বিমানবন্দরে আটক সেই ভারতীয় নাগরিক কারাগারে

জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ভারতীয় নাগরিক শক্তিভেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর আবু তাহের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন

জানা যায়, শক্তিভেলের জন্ম ভারতের তামিলনাড়ুতে। তবে তিনি কলকাতায় বসবাস করেন। তিনি বেনাপোল দিয়ে ২০ জানুয়ারি বাংলাদেশে প্রবেশ করেন। রবিবার (২৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টারে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য প্রবেশ করেন। তখন কাউন্টার স্টাফ তার ভিসাটি জাল বলে সন্দেহ করেন। তখন বিষয়টি হাইকমিশনের ইমিগ্রেশন লিয়াজো অফিসার সাদিয়া আনজুমকে জানালে তিনি আসামির ভিসা জাল বলে নিশ্চিত করেন ।

এরপর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর কর্তৃপক্ষের নির্দেশক্রমে পাসপোর্ট ও টিকেটসহ আসামিকে পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।