সেনাকল্যাণ ইন্সুরেন্সে বঙ্গবন্ধুর ‘রিলিফ ভাস্কর্য’ উন্মোচন

মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সেনাকল্যাণ ইন্সুরেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত একটি ‘রিলিফ ভাস্কর্য’ উন্মোচন করা হযেছে। সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অবস্থিত মুজিব কর্ণারে এ ভাস্কর্য উন্মোচন করা হয়।

ভাস্কর্যটি উম্মোচন করেন সেনাকল্যাণ ইন্সুরেন্সের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেনাকল্যাণ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীমসহ কোম্পানির অন্য কর্মকর্তা ও ব্র্যাঞ্চ প্রধানরা।

ভাস্কর্য উন্মোচন শেষে চেয়ারম্যান ‘বঙ্গবন্ধু মুজিব কর্ণারে’ অবস্থিত পাঠাগার পরিদর্শন করেন। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার লেখা বেশ কিছু গুরুত্বপূর্ণ বই ও সংকলন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।