আদালতের হাজতখানা থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে হারুন অর রশিদ ওরফে সুমন নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রিজন থেকে হাজতখানায় নামানোর সময় এ ঘটনা ঘটেছে।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আসামি সুমনসহ একাধিক আসামিকে হাজিরার জন্য প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে আসে পুলিশ। সে সময় হারুন অর রশিদ ওরফে সুমনের হাতে হাতকড়া লাগানো ছিল। কিন্তু সুমনকে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হয়, তখন সে দ্রুত হাতকড়া খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এরপর গণনার সময় আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি পুলিশের কাছে নজরে আসে।’

তিনি আরও বলেন,‘এ ঘটনায় হাজতের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) বদরুল আলমসহ আট জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। একইসঙ্গে পলাতক আসামি হারুনুর রশিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।’

আদালতের সংশ্লিষ্ট পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ওসি (হাজত) বদরুল জামানসহ আট পুলিশ সদস্যকে কর্তব্যে অবহেলার জন্য প্রত্যাহার করা হয়েছে। যাদের প্রত্যাহার করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ’