ওয়ারীতে গলাকেটে শিশু হত্যা: একজনের স্বীকারোক্তি

রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে হাসান (১২) নামে এক শিশুকে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. সোহেল নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি সোহেলকে হাজির করে। আসামি সোহেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, বুধবার রাত ১২টার দিকে খবর পেয়ে ওই বাসায় গিয়ে হাসানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় নিহত হাসান ওয়ারীর পদ্মনিধি লেনে খালা আয়েশা ও খালু জামাল ভূঁইয়ার সঙ্গে থাকতো।

ঘটনার সময় হাসান বাসায় একাই ছিল। তার খালা আয়েশা মার্কেটে গিয়েছিলেন। মার্কেট থেকে বাসায় ফিরে দেখতে পান বাইরে থেকে দরজায় তালা দেওয়া। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে ঢুকে হাসানকে গলাকাটা অবস্থায় দেখতে পান তিনি। ওই বাসা থেকে আনুমানিক লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে দাবি করেছেন তার খালা আয়েশা।